20 C
আবহাওয়া
১০:৫৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ইরাকে কারফিউ প্রত্যাহার

ইরাকে কারফিউ প্রত্যাহার


বিএনএ, বিশ্বডেস্ক : বিক্ষোভকারীরা গ্রীণ জোন থেকে সরে যাওয়ায় ইরাকে কারফিউ প্রত্যাহার করা হয়েছে। ইরাকের যৌথ অভিযান পরিচালনা বিভাগ স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) বিকালে দেশব্যাপী কারফিউ তুলে নেওয়ার ঘোষণা দেয়।

ইরাকের শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা সদর তাঁর সমর্থকদেরকে বিক্ষোভ প্রদর্শন বন্ধ করে এক ঘন্টার মধ্যে বাগদাদের ‘গ্রিন জোন’ থেকে সরে যাওয়ার আহ্বান জানানোর পর এ ঘোষণা দেওয়া হয়।

ইরাকি বাহিনীর নাম-প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, ২৯ থেকে ৩০ অগাষ্ট পর্যন্ত বাগদাদের ‘গ্রিন জোনে’ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ২২ ব্যক্তি নিহত ও ২ শতাধিক লোক আহত হয়।

সম্প্রতি সদর জাতীয় কংগ্রেস ভেঙ্গে দিয়ে, পুনরায় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে তাকে রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি তাঁর নেতৃত্বাধীন ‘সদর আন্দোলন’ বন্ধের কথাও বলেন। তাঁর এ ঘোষণার পরপরই সমর্থকরা বিক্ষোভ শুরু করে। একই দিন স্থানীয় সময় সাড়ে তিনটা থেকে বাগদাদে কারফিউ জারি করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ