21 C
আবহাওয়া
১২:০১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » পিকআপের ধাক্কায় নারী মোটরসাইকেল চালকের মৃত্যু

পিকআপের ধাক্কায় নারী মোটরসাইকেল চালকের মৃত্যু

পিকআপের ধাক্কায় নারী মোটরসাইকেল চালকের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে পিকআপের ধাক্কায় বুলুয়া বেগম (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে জোরারগঞ্জ থানার করাইয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বুলুয়া বেগম সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার কাকি আম এলাকার আবুল কালামের স্ত্রী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার জানান,  আজ দুপুরের দিকে মাছ পরিবহনকারী পিকআপ পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক বুলুয়া বেগম গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে  তাকে চমেক হাসপাতালে  নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ