22 C
আবহাওয়া
১০:৪১ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » কাশিমপুর কারা ফটকে পরীমনির আইনজীবী-স্বজনরা

কাশিমপুর কারা ফটকে পরীমনির আইনজীবী-স্বজনরা

পরীমনি

বিএনএ গাজীপুর:  কাশিমপুর কারাগার থেকে আজ মুক্তি পাবেন চিত্রনায়িকা পরীমনি। এজন্য কারাগারে সামনে উপস্থিত হয়েছেন পরীমনির আইনজীবী  অ্যাড. নীলাঞ্জনা রিফাত সুরভী ও তার খালু জসিমউদদীনসহ আত্মীয় স্বজনরা।

বুধবার (১ আগস্ট) সকাল ৮টা ১৫ মিনিটে পরীমনির ৫-৬ জন আত্মীয় ও আইনজীবীরা কারাগারের সামনে এসেছেন।

এসময় তার আইনজীবী বলেন, ‘আমরা আইনজীবী ও তার স্বজনরা কারাগারের সামনে এসেছি। পরীমনির বিষয়ে তিনি কিছুক্ষণ পরে কথা বলবো।’

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে ১০টার মধ্যে পরীমনিকে কারাগার থেকে বের হবেন।

এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে দুপুর ২টায় জামিন শুনানি শেষে পরীমনির জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। তার জামিনের খবর পেয়ে গাজিপুরের কাশিমপুর কারাগারের সামনে সংবাদকর্মী ও উৎসুক জনতা ভিড় করে।

বিএনএ নিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ