ছাগলনাইয়া(ফেনী):জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ পালন উপলক্ষে ছাগলনাইয়া উপজেলার অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার।
এ উপলক্ষে বুধবার(৩১ জুলাই) উপজেলা সদরে বের করা হয় বর্ণাঢ্য র্যালী, সম্মাননা স্মারক প্রদান, আলোচনা সভা অনুষ্ঠিত ও পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকারের আন্তরিকতা ও পরিকল্পনার কারণে দেশ আজ অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে মাছ বিদেশেও রপ্তানী করতে পারছে। খালে বিলে ও নদীতে নিষিদ্ধ জাল ব্যবহার না করতে জেলেদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ছোট মাছের জাত রক্ষা করতে হবে। নিষিদ্ধ জাল ব্যবহারের কারণে বহু প্রজাতির ছোট মাছ বিলুপ্ত হয়ে গেছে।
এ সময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেহাম্মদ এনামুল হক মজুমদার, বিবি জেলেখা শিল্পী, বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান।
বিএনএ, এবিএম নিজাম উদ্দিন, এসজিএন