22 C
আবহাওয়া
১:৩৮ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » নি‌ষিদ্ধ জাল ব‌্যবহার না কর‌তে জে‌লেদের প্রতি আহবান মিজা‌নের

নি‌ষিদ্ধ জাল ব‌্যবহার না কর‌তে জে‌লেদের প্রতি আহবান মিজা‌নের


ছাগলনাইয়া(ফেনী):জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪  পালন উপল‌ক্ষে  ছাগলনাইয়া উপজেলার অনুষ্ঠা‌নের উ‌দ্বোধন  ক‌রে‌ন  উপ‌জেলা চেয়ারম‌্যান মিজানুর রহমান মজুমদার।

এ উপল‌ক্ষে বুধবার(৩১ জুলাই) উপ‌জেলা সদ‌রে  বের করা হয়  বর্ণাঢ‌্য র‍্যালী, সম্মাননা স্মারক প্রদান, আলোচনা সভা অনু‌ষ্ঠিত ও পোনা অবমুক্তকরণ কর্মসূ‌চি পা‌লিত হয়।

‌পোনা অবমুক্ত করণ
‌পোনা অবমুক্ত করণ

উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমলের  সভাপতিত্বে আ‌লোচনা সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার ব‌লেন, জন‌নেত্রী শেখ হা‌সিনার সরকা‌রের আন্ত‌রিকতা ও প‌রিকল্পনার কার‌ণে দেশ আজ অভ‌্যন্তরীণ চা‌হিদা মি‌টি‌য়ে মাছ বি‌দে‌শেও রপ্তানী কর‌তে পার‌ছে। খা‌লে বি‌লে ও নদী‌তে নি‌ষিদ্ধ জাল ব‌্যবহার না কর‌তে জে‌লেদের প্রতি আহবান জা‌নি‌য়ে ‌তি‌নি ব‌লেন, ছোট মা‌ছের জাত রক্ষা কর‌তে হ‌বে। নি‌ষিদ্ধ জাল ব‌্যবহা‌রের কার‌ণে বহু প্রজা‌তির ছোট মাছ বিলুপ্ত হ‌য়ে‌ গে‌ছে।

এ সময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেহাম্মদ এনামুল হক মজুমদার, বিবি জেলেখা শিল্পী, বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান।

বিএনএ, এ‌বিএম নিজাম উ‌দ্দিন, এস‌জিএন

Loading


শিরোনাম বিএনএ