20 C
আবহাওয়া
৬:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ৫ কোটি ২২ লাখ টাকার মাদক ফেলে মিয়ানমার পালাল পাচারকারী

৫ কোটি ২২ লাখ টাকার মাদক ফেলে মিয়ানমার পালাল পাচারকারী

৫ কোটি ২২ লাখ টাকার মাদক ফেলে মিয়ানমার পালাল পাচারকারী

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে সীমান্ত এলাকায় এক কেজি ৪৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বিজিবি। এ সময় কাউকে আটক করা যায়নি। মঙ্গলবার (১ আগস্ট) ভোরে উপজেলার ৫ নম্বর পালংখালী ইউপির নলবুনিয়া নামক স্থানে এ অভিযান চালানো হয়।

উদ্ধার আইসের আনুমানিক মূল্য ৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি।

কক্সবাজার ব্যাটালিয়নের ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের ৩৪ বিজিবির অধিনায়ক জানতে পারেন আইস নিয়ে মাদক ব্যবসায়ীরা মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে বিজিবি। ভোররাতে মাদক চোরাকারবারী সীমান্ত থেকে পায়ে হেঁটে বাংলাদেশে আসার সময় বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা ব্যাগ ফেলে দ্রুত জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১ কেজি ৪৫ গ্রাম বার্মিজ ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। উদ্ধার আইসের আনুমানিক মূল্য ৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা

বিএনএনিউজ/শাহীন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর