25 C
আবহাওয়া
৫:৪৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দিনমজুরের

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দিনমজুরের

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দিনমজুরের

বিএনএ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জেনারুল নামের এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের রাঘবপুর গ্রামে নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইন মেরামত করার সময় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে কানসাট ইউনিয়নের রাঘবপুর গ্রামে নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করছিলেন জেনারুল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে মঙ্গলবার ভোররাতে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হরেন্দ্রনাথ দেব দাশ বলেন, মঙ্গলবার ভোররাতে পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে জেনারুলের মরদেহ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অর্পিতা বলেন, জেনারুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ