16 C
আবহাওয়া
৯:২৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » স্বাস্থ্যবিধি না মানায় পথচারিকে ১৪০০ টাকা জরিমানা

স্বাস্থ্যবিধি না মানায় পথচারিকে ১৪০০ টাকা জরিমানা

চট্টগ্রামে পাহাড় কাটায় ৭ লক্ষ টাকা জরিমানা

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সরকার নির্দেশিত বিধিনিষেধ না মানায় এ অভিযানে ৬ পথচারিকে ১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১ আগস্ট)  চসিকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নগরীরটাইগারপাস, লালখান বাজার, ওয়াসার মোড়, দামপাড়া, জাকির হোসেন রোড, জিইসি মোড়, নাসিরাবাদ, ষোলশহর ও বায়েজিদ বোস্তামি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে চসিকের ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, অযথা বাইরে বের হওয়ায় ৬ জনকে জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। করোনা সংক্রমণ রোধে চসিকের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ