15 C
আবহাওয়া
১০:২৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » আজ অরুনা বিশ্বাস এর জন্মদিন

আজ অরুনা বিশ্বাস এর জন্মদিন

অরুনা বিশ্বাস

বিনোদন প্রতিবেদক: অরুণা বিশ্বাস চলচ্চিত্র জগতে একটি বিখ্যাত নাম। চলচ্চিত্র এবং টেলিফিকশনে অভিনয় ছাড়াও অরুণা টেলিভিশন শো এবং বিজ্ঞাপনও পরিচালনা করেছেন।আজ ১আগস্ট অরুনা বিশ্বাস এর জন্মদিন।

তার জন্মদিনকে কেন্দ্র করে ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয নায়িকা অরুণা বিশ্বাস তার ৩০ বছরের ক্যারিয়ার নিয়ে অনেক কথায় বলেছেন। নানা তথ্য দিয়েছেন তার বর্তমান প্রজেক্ট সম্পর্কে। ক্যারিয়ারে রয়েছে অসংখ্য হিট ছবি।

নায়িকা অরুণা বিশ্বাস বলেন, ‘আমি বর্তমানে সরকারী অর্থায়নে নির্মিতব্য একটি চলচ্চিত্র “অসম্ভব” পরিচালনা করছি। একটি চলচ্চিত্র পরিচালনা করার সময়, শিল্পী নির্বাচন, চিত্র গ্রাহক এবং ক্রু নির্বাচন থেকে শুরু করে একজন পরিচালককে সাবধানে অনেক কিছু বিবেচনা করতে হয়।আমি এমন একটা ছবি নির্মাণ করতে চাই যেটি দর্শক যেন তাদের পরিবারের সাথে উপভোগ করতে পারে’।

একজন অভিনেতা থেকে একজন পরিচালক হওয়াটা খুব সহজ নয় উল্লেখ করে  নায়িকা অরুণা বিশ্বাস বলেন,আমি ৩০ বছরেরও বেশি সময় ধরে অভিনয়ের সাথে জড়িত। আমি এখনো প্রতিনিয়ত শিখছি, নিজেকে গড়ে তুলছি। পূর্বে, আমি একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র এবং একটি টেলিভিশন নাটক পরিচালনা করেছি। আমি একজন পরিচালক হিসেবে নিজেকে গড়ে তুলতে অনেকদিন ধরে প্রস্তুত করেছি। আমি আশা করি সকলের ভালোবাসা এবং সহযোগিতায় আমি সফল হবো।

বিএনএনিউজ,রিপন রহমান খান,জিএন

Loading


শিরোনাম বিএনএ