26 C
আবহাওয়া
৫:৫৯ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

সাপের কামড়ে প্রাণ গেল শিশুর


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা এলাকায় সাপের কামড়ে মাহমুদুল হাসান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ জুলাই) সকালে দত্তের বাজার ইউনিয়নের বালিপাড়া গ্রামে সাপে কামড় দেয়ার ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান ওই এলাকার মো. রমজানের ছেলে।

দত্তের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোখসানা আক্তার বলেন, ওই পরিবারের সবাই ঢাকায় গার্মেন্টসে চাকরী করেন। ঈদে স্বপরিবারে বাড়িতে বেড়াতে এসেছিলেন। ওরা ঢাকায় থাকায় ঘরে কেউ বসবাস করতো না। ঘটনার দিন সকালে নিহত শিশু মাহমুদুল হাসান ঘরের ভিতরে খেলাধুলা করছিল। এ সময় ঘরের ভিতরে গর্তে হাত দিলে তার ডান হাতের আঙ্গুলে সাপে কাটে। পরে তাঁর চিৎকারে স্বজনরা এসে উদ্ধার করে স্থানীয় ওঝার কাছে  নিয়ে যায়। এমতাবস্থায় পরিস্থিতির অবনতি হলে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আমি এখন নিহত শিশুর বাড়িতেই আছি। নিহতের পরিবারের কোন প্রকার অভিযোগ নেই। তাই, দাফন করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি/এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ