20 C
আবহাওয়া
১০:৪৫ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ছিনতাইকারীর বাঁশের আঘাতে গাড়ি চালকের মৃত্যু

ছিনতাইকারীর বাঁশের আঘাতে গাড়ি চালকের মৃত্যু

অ্যালকোহল পানে দু্ই নিরাপত্তা কর্মীর মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় ছিনতাইকারীদের বাশেঁর আঘাতে মো. স্বপন (৪৮) নামে এক গাড়ীচালক নিহত হয়েছেন। মোবাইল ফোন ছিনতাইয়ের সময় বাধা দিতে গেলে ধস্তাধস্তি হলে বাঁশ দিয়ে ওই ব্যক্তির মাথায় আঘাত করে ছিনতাইকারীরা। এতে ঘটনাস্থলেই মারা যান স্বপন (৪৮) নামে ওই ব্যক্তি।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে মধ্যবাড্ডার ডিআইটি প্রজেক্টের ৪ নম্বর রোডের ইউলুপের নিচে এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার  উপ-পরিদর্শক (এসআই) হাসমত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা স্হানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল এসে তার মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহের ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তাকে মাথার পেছনে বাঁশ দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

নিহতের ভাগ্নে পারভেজ জানান, আমার মামার গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি মধ্যবাড্ডার বেপারীপাড়ায় ভাড়া থাকতেন। তিনি ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের চালক ছিলেন। তিনি তিন সন্তানের জনক।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ