24 C
আবহাওয়া
৬:২৫ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » লকডাউনে ক্ষুধার্ত মানুষের প্রতি সহানুভূতিশীল হতে জাপার আহবান

লকডাউনে ক্ষুধার্ত মানুষের প্রতি সহানুভূতিশীল হতে জাপার আহবান

লকডাউনে ক্ষুধার্ত মানুষের প্রতি সহানুভূতিশীল হতে জাপার আহবান

বিএনএ, ঢাকা : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের  লকডাউনে ক্ষুধার্ত মানুষের প্রতি সহানুভূতিশীল হতে সকলের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, সরকারিভাবে লকডাউনে কর্মহীন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

বৃহস্পতিবার (১ জুলাই) এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান আরো বলেন, সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বিত্তবানদের উচিত হবে অতিমারি করোনাকালে হতদরিদ্র ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো।

তিনি নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিটি দুর্যোগে অসহায় মানুষের পাশে দাড়াতেন।  তিনি ক্ষুধার্ত মানুষকে সর্বাত্মক সহায়তা করতে জাতীয় পার্টির নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান। দেশে দিন এনে দিন খাওয়া মানুষের সংখ্যা বেড়েছে। এমন বাস্তবতায় লকডাউনে কর্মহীনদের পরিবারের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ