14 C
আবহাওয়া
১০:৪৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » মাইক্রোবাসের ধাক্কায় হতাহত ৪

মাইক্রোবাসের ধাক্কায় হতাহত ৪

মাইক্রোবাসের ধাক্কায় হতাহত ৪

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় এক রিকশাচালক নিহত ৩ পোশাক শ্রমিক আহত হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই )  ভোর ৬টার দিকে নগরের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিকশাচালকের পরিচয় জানা যায়নি। আহতরা হলেন-ছকিনা (৪০), জোসনা (২৫) ও তাছলিমা (২৭)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, সকাল সাড়ে ৬টার দিকে মাইক্রোবাসের ধাক্কায় রিকশা চালকসহ আহত ৪ জনকে হাসপাতালে আনা হয়। আহত ২ জনকে ২৮ নম্বর নিউরোসার্জারি ও ২ জনকে ২৬ নম্বর অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রিকশাচালকের মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালে মর্গে  রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ