24 C
আবহাওয়া
১:০৮ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ৪ ভারতীয় সেনা

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ৪ ভারতীয় সেনা

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ৪ ভারতীয় সেনা

বিএনএ ডেস্ক : নিয়ন্ত্রণ হারিয়ে ভারতের সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়ে দেশটির চার জওয়ান মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।বুধবার গ্যাংটকে এ ঘটনা ঘটে।

জি নিউজের খবরে বলা হয়, সেনাবাহিনীর একটি ট্রাকে ছয় জওয়ান গ্যাংটকের দিকে যাচ্ছিলেন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ৬০০ ফুট গভীর খাদে পড়ে যায়।আহতদের উদ্ধার করে শিলিগুড়ির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তা পিটিআইকে বলেন, কুমাওন রেজিমেন্টের ছয় জওয়ান গ্যাংটক যাচ্ছিলেন। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ৬০০ মিটার গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও দুই জওয়ানের মৃত্যু হয়। অপরজনের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ