21 C
আবহাওয়া
১২:০৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » শেল মেরিণের কান্ট্রি ম্যানেজারকে উষ্ণ অভ্যর্থনা

শেল মেরিণের কান্ট্রি ম্যানেজারকে উষ্ণ অভ্যর্থনা

শেল মেরিণের কান্ট্রি ম্যানেজারকে উষ্ণ অভ্যর্থনা

শেল মেরিণ লুব্রিকেন্টস এর কান্ট্রি ম্যানেজার মিজান আল কবীর পহেলা জুন ২০২৩  পোর্টল্যান্ড গ্রুপের প্রধান কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা, ফুলেল শুভেচছা  জানান এবং ক্রেস্ট উপহার দেন পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক রবিউল হোসেন বাবু ও কর্মকর্তাবৃন্দ।

পরে  পোর্টল্যান্ড গ্রুপের এমডি মিজানুর রহমান মজুমদারের সঙ্গে সৌজন্যেমূলক মতবিনিময়  করেন  মিজান আল কবীর।

উল্লেখ, শেল মেরিণ লুব্রিকেন্টস এর বাংলাদেশ এজেন্ট পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল লি.।

আরও পড়ুন : শেল মেরিনের এবারও বিশেষ এওয়ার্ড পেল পোর্টল্যান্ড

-বিএনএ

Loading


শিরোনাম বিএনএ