20 C
আবহাওয়া
১১:৪০ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » চবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা

চবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের

বিএনএ, চবি (চট্টগ্রাম) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকে স্থানীয়দের মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রলীগের একাংশ। বুধবার ভোরে বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্টে প্রধান ফটকসহ ২ নম্বর গেইটে তালা ঝুলিয়ে দেন ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা।

জানা গেছে, গতরাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে মদনফকির মাজার এলাকায় শাটল ট্রেনে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় ও মোহাম্মদ রাশেদ হোছাইনকে মারধর করেন স্থানীয় ডিস ব্যবসায়ী মো. হানিফের অনুসারীরা। এসময় তাদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

হামলার পর দোষীদের গ্রেফতার দাবিতে বুধবার ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরে তালা ও নগরীর বটতলী রেলওয়ে স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনও আটকে দেন তারা। সেই কারণে বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষক ও স্টাফবাস ছেড়ে যায়নি।

এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হোসেন ভুঁইয়া জানান, দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

এদিকে, কয়েকটি অনুষদ ছাড়া অন্যগুলোতে ক্লাস-পরীক্ষা হয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত দুমাসে বাড়তি ভাড়া ও বিভিন্ন বিষয় নিয়ে চারবার স্থানীয়দের সঙ্গে সাধারণ শিক্ষার্থীসহ সংঘর্ষে লিপ্ত হয় ছাত্রলীগ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ