22 C
আবহাওয়া
১০:৪৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » কারাগারে গলা কেটে আত্মহত্যার চেষ্টা হাজতির

কারাগারে গলা কেটে আত্মহত্যার চেষ্টা হাজতির

ঢাকা কেন্দ্রীয় কারাগারে

বিএনএ, ঢাকা : ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) টিটু তালুকদার (২৫) নামে এক হাজতি নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে।  আশংকাজনক অবস্হায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদশর্ক মো. বাচ্চু মিয়া  জানান, সকালে কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী হাসিবুল হাসানসহ কয়েকজন কারারক্ষী মিলে তাকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসে।

তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কারাগারের মধ্যে তিনি নিজের গলায় নিজে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে জানতে পেরেছি। সে একজন মাদক সেবী ছিল বলে জানা যায়।

তিনি আরও জানান, আহত হাজতি টিটুকে নাক-কান ও গলা বিভাগে ভর্তি রাখা হয়েছে। তার বাবার নাম মৃত ফজলে তালুকদার।

তিনি কোনো মামলার আসামি তা এখনও জানা সম্ভব হয়নি।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ