বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ৭ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার ( ৩০ এপ্রিল ) নগরীর ডবলমুরিং থানাধীন ডিটি রোড সফি মোটরস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহৃত ১টি মিনি ট্রাক।
গ্রেপ্তারকৃতরা হলেন-সীতাকুণ্ড হাসনাবাদ এলাকার বাবর আলীর ছেলে মো. নুরনবী (৬৭) ও আব্দুল হালিমের ছেলে মো. আসলাম হোসেন (২৭)।
সিএমপির অতিরিক্ত উপ কমিশনার মো. শাহাদাৎ হুসেন রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি বন্দর ও পশ্চিম বিভাগের ৪২ নং টিম তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা ও মাদক পাচারে ব্যবহৃত ১টি মিনি ট্রাক জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।
বিএনএনিউজ২৪.কম/এনএএম
Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন