23 C
আবহাওয়া
১:০০ অপরাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » নারায়নগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নারায়নগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নারায়নগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বিএনএ নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ট্রাকের ধাক্কায় পিকআপে থাকা দুইজন সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।

শনিবার(১ মে) ভোরে উপজেলার দড়িকান্দী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, উপজেলার সনমান্দী ইউনিয়নের আমদী গ্রামের কবির হোসেন এবং আমির।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, শনিবার ভোরে দড়িকান্দী এলাকায় পিকআপ ভ্যানে সবজি নিয়ে মহাসড়কে উঠছিল একটি পিকআপ। সে সময় চট্টগ্রামগামী একটি ট্রাক পিকআপটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই কবির ও আমির নিহত হন। দুর্ঘটনায় আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ