26 C
আবহাওয়া
৮:০৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৫০ হাজার ছাড়াল, ৪ জনের মৃত্যু

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৫০ হাজার ছাড়াল, ৪ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত

বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষায় ১৮৫ জন করোনা রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরের ১৩০ জন এবং উপজেলার ৫৫ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৯০ জন। এসময় করোনা রোগে আক্রান্ত হয়ে নগরে ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)ল্যাবে ১৫৬টি নমুনা পরীক্ষা করে ৩৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৮৬টি নমুনা পরীক্ষায় ৫২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৭৪টি নমুনা পরীক্ষায় ১১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২১৪টি নমুনা পরীক্ষায় ৪০ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬টি নমুনা পরীক্ষায় ১ জন, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৮টি নমুনা পরীক্ষায় ৭ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২০৩টি নমুনা পরীক্ষায় ২২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩০টি নমুনা পরীক্ষায় ১২ জন এবং চট্টগ্রাম মেডিকেল সেন্টারে ২৭টি নমুনা পরীক্ষায় ৫ জন করোনা রোগে আক্রান্ত হয়েছে। এদিন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) নমুনা পরীক্ষায় হয়নি।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত চব্বিশ ঘণ্টায় ৯টি ল্যাবে ১ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষায় নতুন ১৮৫ জনসহ চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা ৫০ হাজার ৯০ জন। যাদের মধ্যে নগরে ৪০ হাজার ১৪৫ জন এবং উপজেলার ৯ হাজার ৯৪৫ জন। এসময় করোনা রোগে আক্রান্ত হয়ে নতুন ৪ জনসহ মোট ৫২৪ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে নগরের ৩৮৯ জন এবং উপজেলার ১৩৫ জন।

বিএনএনিউজ/আমিন 

Loading


শিরোনাম বিএনএ