25 C
আবহাওয়া
৪:৫৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » উখিয়ায় পুলিশের গাড়ির ধাক্কায় শিশু নিহত

উখিয়ায় পুলিশের গাড়ির ধাক্কায় শিশু নিহত


বিএনএ,কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন) এর গাড়ির ধাক্কায় মো. সাজ্জাদ (৮) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার (৩১ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু সাজ্জাদ রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার রফিক আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ৯টার দিকে সাজ্জাদ নামের শিশুটি মায়ের সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ির জন্যে অপেক্ষা করছিল। এমতাবস্থায় দ্রুত গতির একটি সাদা রংয়ের মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে সাজ্জাদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, নিহত শিশুর পরিবারের সাথে কথা বলে লাশ হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন,ওজি

 

Loading


শিরোনাম বিএনএ