বিশ্ব ডেস্ক : বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের উস্কানীর ফলে ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধের সূত্রপাত হয়েছে। ফলে এখন পারমাণবিক অস্ত্রসহ তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ছে।
শুক্রবার (৩১ মার্চ) বেলারুশের আইনপ্রণেতা ও নাগরিকদের উদ্দেশে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি এ আশংকা প্রকাশ করেন।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শর্ত ছাড়া যুদ্ধবিরতি ও আলোচনার আহ্বান জানিয়ে আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেন, সংঘাত আরও বৃদ্ধির পূর্বে আমাদেরকে থামতে হবে। শত্রুতা অবসানে কথা বলার ঝুঁকি আমি নিতে রাজি।
সব ভূখণ্ডগত, পুনর্গঠন, নিরাপত্তা ও অন্যান্য ইস্যু আলোচনার টেবিলে সমাধান সম্ভব কোনো পূর্ব শর্ত ছাড়াই বলে মনে করেন বেলারুশের প্রেসিডেন্ট ।
বেলারুশের মাটিতে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণার কয়েকদিন পরই দেশটির প্রেসিডেন্ট এ এসব কথা বলেন।
বিএনএনিউজ২৪,জিএন