বিএনএ, রাজবাড়ী : রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় পৌনে দুই কোটি টাকা ব্যয়ে তুরস্কের নকশায় নিজের মায়ের নামে ‘দশ গম্বুজ খাদিজা জামে মসজিদ’ নির্মাণ করছেন আশির দশকের জনপ্রিয় নায়িকা রোজিনা। শুক্রবার (১ এপ্রিল) জুমার নামাজ পড়ার মাধ্যমে মসজিদটি উদ্বোধন করা হয়।
এ দিন রোজিনা জানালেন, এখানে একটি চক্ষু হাসপাতাল করার পরিকল্পণা আছে তার।
রোজিনা আরো বলেন, ‘অনেক দিনের স্বপ্ন ছিলো এই মসজিদ নিয়ে। আল্লাহর ঘরটি অবশেষে সম্পন্ন করে আজ উদ্বোধন করা হলো। এই মসজিদ নির্মাণের পেছনে অনেকের অবদান আছে। সবার কাছে অশেষ কৃতজ্ঞ আমি।’
রোজিনা বলেন, জন্মভূমির কথা আমার সবসময় মনে পড়ে। ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন আসা হয় না। এরপরও আমার সমস্ত অনুভূতিজুড়ে আমার এই জন্মভূমি। সেই অনুভূতি থেকেই বাড়ির সামনে মায়ের নামে মসজিদ নির্মাণ করছি। এবার এখানে একটি চক্ষু হাসপাতাল করতে চাই। সবার সহযোগিতা পেলে সেটির কাজ শুরু করব শিগগিরই।
উল্লেখ্য, ১৯৭৭ সালে ‘আয়না’ ছবিতে ছোট একটি চরিত্রে শায়লা নাম নিয়ে প্রথম দর্শকের সামনে আসেন রোজিনা। এরপর ‘রাজমহল’ ছবিতে নায়িকা হিসেবে তার অভিষেক হয়। ছবিটি ১৯৭৮ সালে মুক্তি পায়। ছবিটি সে সময় সুপার ডুপার হিট করায় রোজিনাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।
বিএনএনিউজ/এইচ.এম।