বিএনএ, স্পোর্টস ডেস্ক : চেন্নাই সুপার কিংসের পাহাড়সম রানের জবাবে ব্যাট করে জিতল আইপিএলের নবাগত দল লখনউ সুপার জায়ান্ট।
বৃহস্পতিবার (৩১ মার্চ) মুম্বাইয়ের ব্র্যাবোন স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২১০ রান করে চেন্নাই। রান তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখে ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় লখনউ।
মাত্র ২৩ বলে ৬টি চার ও ৩টি ছয়ে ৫৫ রান নিয়ে অপরাজিত ছিলেন এভিন লুইস। তার হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার। ৯ বলে ১৯ রান নিয়ে অপরাজিত ছিলেন আয়ূশ বাদোনি।
লখনউর জয়ের ভিত গড়ে দিয়েছেন অবশ্য লোকেশ রাহুল-কুইন্টন ডি কক। দুজনের ওপেনিং জুটি থেকে ১০.১ ওভারে আসে ৯৯ রান। ২৬ বলে ৪০ রান করে রাহুল আউট হলে ভাঙে এই জুটি। ডি কক থামেন হাফ সেঞ্চুরি করেই। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬১ রান। ৪৫ বলে ৯টি চারের মারে ডি কক এই রান করেন। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ডুয়াইন প্রিটোরিয়াস।
এর আগে প্রথমে ব্যাট করা চেন্নাই রবিন উথাপ্পা-শিবাম দুবেদের ব্যাটে চড়ে চ্যালেঞ্জিং স্কোর করতে পারে। ২৭ বলে ৮টি চার ও ১টি ছয়ের মারে সর্বোচ্চ ৫০ রান করেন উথাপ্পা। এ ছাড়া দুবে ৪৯, মঈন আলী ৩৫ রান করেন। মহেন্দ্র সিং ধোনি ৬ বলে ১৬ রান নিয়ে অপরাজিত ছিলেন।
লখনউর পক্ষে ২টি করে উইকেট নেন আবেশ খান, অ্যান্ডু টাই ও রবি বিষনুই।
চেন্নাই দুই ম্যাচের দুইটিতেই হেরেছে। অন্যদিকে লখনউর দুই ম্যাচের একটিতে জিতেছে, একটিতে হেরেছে।
বিএনএনিউজ/এইচ এম।