বিএনএ, বিশ্বডেস্ক : দিনে ১৩ ঘন্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে শ্রীলঙ্কায়। অর্থনৈতিক দৈন্যদশায় দেশটির অবস্থা শোচনীয়। এমন অবস্থায় দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। বিদ্যুৎ বন্ধ থাকায় হাসপাতালগুলোতে প্রতিদিনের অস্ত্রোপচার স্থগিত রাখতে হচ্ছে।
বার্তাসংস্থা এএফপি জানায়, বুধবারের পুরো দেশে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বৃহস্পতিবার থেকে ৩ ঘণ্টা বাড়িয়ে ১৩ বিদ্যুৎ বন্ধ রাখার ঘোষণা দিলো কর্তৃপক্ষ।
মার্চের শুরু থেকেই দেশটিতে তীব্র জ্বালানি ঘাটতির সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ঘটতি তৈরি হয়েছিল।
কর্তৃপক্ষ জানায়, বিদ্যুৎ কেন্দ্রগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কম থাকায় প্রথমে প্রতিদিন ৭ ঘণ্টা ও পরে ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছিল।
দেশটির ৪০ শতাংশেরও বেশি বিদ্যুৎ জলবিদ্যুৎ থেকে উৎপাদিত হলেও, এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় সেগুলোতে উৎপাদন তেমন হয়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।
তবে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হয় কয়লা ও তেল থেকে।
শ্রীলঙ্কাকে এ দুটি জ্বালানি আমদানি করতে হয়। কিন্তু ডলার সংকটের কারণে আমদানি প্রায় বন্ধ হয়ে আছে।
অর্থনৈতিক সঙ্কট বাড়ার পাশাপাশি দেশটির হাসপাতালগুলোতে জীবন রক্ষাকারী ওষুধ ফুরিয়ে আসছে।
এ অবস্থায় দেশটির অন্তত ২টি হাসপাতাল রুটিন সার্জারি স্থগিত করার কথা এএফপিকে জানিয়েছে। রোগীর ডায়াগনস্টিক, চিকিৎসা সেবা দেওয়া, চেতনানাশক ও প্রয়োজনীয় ওষুধ কম থাকায় এ ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে।
বিএনএনিউজ/এইচ.এম।