22 C
আবহাওয়া
১০:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন

বিএনএ, স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু স্টেডিয়ামে জমকালো আয়োজনে পর্দা উঠলো বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের। বৃহস্পতিবার (১ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়ালি এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লেজার শো, পাইরো, ফায়ারওয়ার্কস এর প্রদর্শনীতে সাজানো হয় উদ্বোধনী অনুষ্ঠান। এর আগে ৩১টি ইভেন্টের প্রায় পাঁচ হাজারের বেশি অ্যাথলেট অংশ নেন মার্চ পাস্টে। মাস্কট প্যারেড আর বঙ্গবন্ধু ও বাংলাদেশ প্রামাণ্যচিত্রের পর হয় স্টেজ শো।

দেশের ২৯টি ভেন্যুতে ৫ হাজার ৩০০ অ্যাথলেট ৩১টি ডিসিপ্লিনে মোট ৩৭৮টি সোনার লড়াইয়ে অংশ নিচ্ছেন এই আসরে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের পর্দা নামবে ১০ এপ্রিল।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের পর এটিই বাংলাদেশের এত বড় আয়োজন। আমরা আশা করছি সুস্থ ও সুন্দরভাবে সকল নিয়মকানুন মেনে সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করতে পারব।’

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ