বিএনএ,ডেস্ক : অপারেশন ডেভিল হান্টে আরও ৫৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।এ নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে এ অভিযান শুরুর পর থেকে সারা দেশে গ্রেফতারের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৫৬৯ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ৬৬২ জনসহ মোট ১ হাজার ২৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে ২টি দেশীয় একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি ছাড়াও ৬২ গ্রাম গান পাউডার, ৩টি রাম দা, একটি লোহার তৈরি দা, একটি ছোরা, দুটি লোহার রড ও একটি কাঠের লাঠি জব্দ করা হয়েছে।
বিএনএ/ ওজি