26 C
আবহাওয়া
৮:২৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২, ২০২৫
Bnanews24.com
Home » দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রচার করুন-স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রচার করুন-স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রচার করুন-স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনএ,ঢাকা: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কক্সবাজারে আমাদের প্রধান আকর্ষণ হল পর্যটন। এই পর্যটন শিল্পকে লালন করতে হবে। তাই সংবাদকর্মীদের সংবাদ পরিবেশনের সময় যাচাই-বাছাই করে সত্য সংবাদ পরিবেশন করতে হবে।

নিবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এই অনুরোধ জানান।

তিনি বলেন, এখানে রোহিঙ্গাদের কারণে অপহরণের ঘটনা অনেক বেশি ঘটছে। এ বিষয়টি সবার জানা যে, একটা বিশাল সংখ্যক মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী আমাদের এখানে অবস্থান করছেন। তারা নানা অপকর্মের সাথে জড়িত হচ্ছে। তারা কোন অপকর্ম করলে সেটা কক্সবাজার ও কক্সবাজারবাসীর বদনাম হচ্ছে। তাই তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব তাদের দেশে পাঠিয়ে দেয়ার জন্য সরকার চেষ্টা করছে। দুর্নীতি আমাদের সমাজের বড় সমস্যা। এই দুর্নীতি সমাজ থেকে বিদায় করা গেলে আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যেত। আপনারা দুর্নীতির বিরুদ্ধে লিখুন।

তিনি সম্প্রতি প্রথম আলোতে প্রকাশিত ধর্ষণ সংক্রান্ত একটি সংবাদের উদ্ধৃতি দিয়ে বলেন, ওই সংবাদের কোন ভিত্তি ছিলনা। এতে বিভ্রান্তি ছড়িয়েছে। সংবাদ কর্মীদের প্রতি অনুরোধ আপনারা সত্য সংবাদ গুলো যাচাই বাছাই করে অকপটে প্রচার করুন।

এসময় চকরিয়া থানার ওসি মন্জুরুল কাদের এর দুর্নীতি সংক্রান্ত তথ্য জানানো হলে সাথে সাথে তাকে প্রত্যাহারের নির্দেশ দেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সালাহ উদ্দিন আহমদ। উপস্থিত ছিলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনার মোঃ মিজানুর রহমান, বিজিবির ডিজি
মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ পুলিশ, র‍্যাব ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

বিএনএনিউজ / আরএস

Loading


শিরোনাম বিএনএ