24 C
আবহাওয়া
১:৪৪ অপরাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » হাসপাতালের মর্গে পড়ে আছে ফুটফুটে এক শিশুর মরদেহ

হাসপাতালের মর্গে পড়ে আছে ফুটফুটে এক শিশুর মরদেহ


বিএনএ, ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের মেঝেতে নিথর অবস্থায় পড়ে আছে ফুটফুটে এক শিশু। তার পাশে রয়েছে এক নারী মরদেহ । অনেকেই বলাবলি করছে তারা মা – মেয়ে হবে। গায়ে নতুন গেঞ্জি, পাজামা। পায়ে গোলাপি রঙের মোজা। মাথায় বাঁধা ঝুটি। শিশুটিকে দেখে বোঝাই যাচ্ছে পরিবারের সঙ্গে আনন্দে ঘুরতে এসেছিল। কিন্তু সে এখন লাশ হয়ে পড়ে আছে হাসপাতালের মর্গের মেঝেতে।

বেইলি রোডের ভয়াবহ আগুনে নিহত হয়েছেন তারা। নিহত শিশুটির মরদেহ বুঝে নিতে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কেউই আসেনি। তার পরিচয়ও মেলেনি। একই অবস্থা পাশের ওই নারীরও পরিচয় পাওয়া যায়নি। সবাই ধারণা করছে, তারা সম্পর্কে মা-মেয়ে হতে পারেন। তবে এটি নিশ্চিত করতে পারেননি কেউ।শিশুটির শরীরের কোনো অংশ পুড়েনি।

ধারণা করা হচ্ছে, অক্সিজেন স্বল্পতার কারণে মারা গেছে । এছাড়া পাশে থাকা নারীর মরদেহও পোড়েনি। দুজনের মুখই কালচে হয়ে আছে।

জানতে চাইলে মর্গের দায়িত্বরত কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, এই সুন্দর ফুটফুটে একটা মেয়ে পড়ে আছে। বিষয়টি মেনে নেওয়ার মতো নয়। এখন পর্যন্ত ওই শিশুর কোনো স্বজন আসেনি। আমরা অজ্ঞাত হিসেবেই মরদেহটিকে রেখেছি। গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডে ভবনে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো সাততলা ভবনের প্রতিটি ফ্লোরে। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ৪৬ জনের মৃত্যুর তথ্য জানান।

বিএনএ/ আজিজুল, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ