18 C
আবহাওয়া
৫:৫৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ


বিএনএ, ঢাকা: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলের নেতাদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি। বুধবার (১ মার্চ) সকালে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ এ বিক্ষোভ-মিছিল করে।

বিক্ষোভ মিছিলটি রাজধানীর মালিবাগ রেলগেট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খিলগাঁও তালতলায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুর রহমান মাসুদের নেতৃত্বে এ মিছিল হয়।

বিক্ষোভ-মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন, মোহাম্মদ এস রহমান, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি তৌহিদুল হক মিজবাহ, ঢাকা মহানগর পূর্বের সেক্রেটারি তাকরিম হাসান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের বিভিন্ন থানার আমির ও সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ