16 C
আবহাওয়া
৫:১৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট বোলা আহমেদ

নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট বোলা আহমেদ


বিএনএ, বিশ্বডেস্ক: নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট হলেন নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল অল প্রগ্রেসিভ কংগ্রেসের (এপিসি) প্রার্থী বোলা আহমেদ তিনুবু। গত ২৫ ফেব্রুয়ারি দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। তিন দিন ভোট গণনা শেষে বুধবার (১ মার্চ) বোলাকে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

আফ্রিকান নিউজ টুয়েন্টি ফোরে প্রতিবেদনে বলা হয়েছে, প্রগ্রেসিভ কংগ্রেসের (এপিসি) প্রার্থী বোলা আহমেদ নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের দুই-তৃতীয়াংশ এবং ফেডারেল রাজধানী আবুজাতে ২৫ শতাংশ ভোট পান।

দেশটির ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন পক্ষ থেকে বলা হয়েছে, বোলা আহমেদ ৮৭ লাখ ৯ হাজার ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আতিকু আবুবকর পেয়েছেন ৬৯ লাখ ৮ হাজার ভোট। আর তৃতীয় সর্বোচ্চ ৬১ লাখ ভোট পেয়েছেন পিটার ওবই।

বোলা আহমেদ প্রেসিডেন্ট হওয়ার মাধ্যমে নাইজেরিয়ার বর্তমান ক্ষমতাসীন দল অল প্রগ্রেসিভ কংগ্রেসের (এপিসি) ক্ষমতা আরও শক্তিশালী হলো। প্রেসিডেন্ট হওয়ার আগে নাইজেরিয়ার বাণিজ্যক নগরী লাগোসের গভর্নর ছিলেন বোলা।

আফ্রিকার বৃহৎ তেল উৎপাদনকারী নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট ছিলেন এপিসির মুহাম্মদ বুহারি। তার আমলে নাইজেরিয়ানদের অবস্থার খুব বেশি পরিবর্তন হয়নি। ফলে সমস্যায় জর্জরিত একটি দেশের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন বোলা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ