17 C
আবহাওয়া
৬:৩০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু আজ

বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু আজ


বিএনএ, স্পোর্টস ডেস্ক: মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ। বুধবার (১ মার্চ) বেলা ১২টায় শুরু হবে প্রথম ওয়ানডে। সিরিজটি সামনে রেখে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উন্মোচন করা হয়েছে ‘মধুমতি ব্যাংক লিমিটেড বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ-২০২৩’ এর ট্রফি।

রাজধানীর পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল ও ইংলিশ অধিনায়ক জস বাটলার। দু’দলের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে মিরপুরেই, ৩ মার্চ। এরপর ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে। একই ভেন্যুতে ৯ মার্চ প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। পরে ১২ আর ১৪ মার্চ মিরপুর শেরেবাংলায় হবে বাকি দুটি ম্যাচ। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি এবং টি-স্পোর্টস।

এক নজরে দুদলের ওয়ানডে স্কোয়াড-

বাংলাদেশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম এবং তৌহিদ হৃদয়।

ইংল্যান্ড : জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিসি টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

বিএনএ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ