বিএনএ, চট্টগ্রাম : সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হকের (৯০)মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা, রাতে ডাকাতের দল তাকে ছুরিকাঘাতে খুন করেছে।সোমবার(১ মার্চ) সকালে কেওচিয়া চেয়ারম্যান পাড়ায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসীরা জানান, চেয়ারম্যানের পরিবারের সদস্যরা গ্রামে থাকেন না। তিনি বাসায় একা থাকেন। সাথে থাকেন কাজের লোক। গতরাতে কাজের লোককে মারধর করে বেধেঁ রেখে আব্দুল হককে ছুরিকাঘাতে খুন করা হতে পারে।
সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এগিয়ে বৃদ্ধ আব্দুল হকের মরদেহ উদ্ধার করেছি। মৃতের শরীর রক্তাক্ত হয়ে আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল মর্গে পাঠানো হচ্ছে।
বিএনএ/ওজি