27 C
আবহাওয়া
৫:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » এক যুগ ধরে টাকায় সনদ দিচ্ছিল ভারতীয় যে ভার্সিটি

এক যুগ ধরে টাকায় সনদ দিচ্ছিল ভারতীয় যে ভার্সিটি

সনদ

বিশ্ব ডেস্ক: ভারতের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অন্তত ১০ হাজার ভুয়া সনদ বিক্রি করেছে বলে প্রমাণ পেয়েছে দেশটির বিশেষ তদন্তকারী দল। গত এক দশকে টাকার বিনিময়ে কয়েক হাজার ডিগ্রি বিক্রি করেছে তারা। সিঙ্গাপুর ভিত্তিক গণমাধ্যম স্টেইট টইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হিমাচল প্রদেশের সোলান শহরের মানব ভারতী বিশ্ববিদ্যালয়ে ঘটেছে এমন নজিরবিহীন ঘটনা।
India's fake degree scandal reflects poor regulation of higher education

প্রায় এক যুগ ধরে বিশ্ববিদ্যালয়টি ১৭টি রাজ্যের শিক্ষার্থীদের কাছে টাকার বিনিময়ে ওই সনদ ইস্যু করেছে। এর মধ্যে মাত্র তিন লক্ষ থেকে ১০ লক্ষ (রুপিতে) টাকায় তারা শিক্ষা সনদ বিতরণ করে। সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয় এই বিশ্ববিদ্যালযয়ের সনদের মাধ্যমে চাকুরির আবেদন করা  ১৫ পাসধারীর সনদ তদন্ত করছে।

ভারতীয় পুলিশ জানিয়েছে, মানব ভারতী ট্রাস্টের অধীনে পরিচালিত হতো বেসরকারি বিশ্ববিদ্যালয়টি। হিমাচল ছাড়া রাজস্থানেও তাদের একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। তারা এক দশক ধরে টাকার বিনিময়ে কয়েক হাজার ডিগ্রি বিক্রি করেছে। এ ঘটনায় সারা ভারতসহ দক্ষিণ এশিয়ায় তোলপাড় শুরু হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ