33 C
আবহাওয়া
৪:৪৫ অপরাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৫
Bnanews24.com
Home » কর্মমুখী শিক্ষা নিতে ঢাবি উপাচার্যের আহ্বান

কর্মমুখী শিক্ষা নিতে ঢাবি উপাচার্যের আহ্বান


বিএনএ, ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জীবনঘনিষ্ঠ ও কর্মমুখী শিক্ষা গ্রহণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব আয়োজিত দু’দিনব্যাপী ‘ক্যারিয়ার ফেস্ট’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

উপাচার্য বলেন, বিভিন্ন চাকুরিদাতা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ নিতে হবে। ক্যারিয়ার ফেস্ট’-এর এই উদ্যোগ চাকুরিপ্রার্থী ও চাকুরিদাতাদের মধ্যে একটি যোগসূত্র রচনা করবে। জীবনঘনিষ্ঠ ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের সভাপতি কায়সার সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় ছাত্র-শিক্ষক কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ, ক্যারিয়ার ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমান, ক্লাবের সাধারণ সম্পাদক গৌরব পাল প্রমুখ উপস্থিত ছিলেন। ক্লাবের কোষাধ্যক্ষ মুবিনা সুলতানা অনুষ্ঠান সঞ্চালন করেন।

উল্লেখ্য, দু’দিনব্যাপী এই ‘ক্যারিয়ার ফেস্ট’-এ দেশের ৩০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। চাকুরিপ্রার্থী শিক্ষার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জীবনবৃত্তান্ত জমা দিতে পারবে।

বিএনএ/মোছাদ্দেক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ