26 C
আবহাওয়া
৪:২১ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » সুপ্রিমকোর্ট ওয়েবসাইটের বাংলা ভার্সন উদ্বোধন

সুপ্রিমকোর্ট ওয়েবসাইটের বাংলা ভার্সন উদ্বোধন

সুপ্রিমকোর্ট ওয়েবসাইটের বাংলা ভার্সন উদ্বোধন

বিএনএ: সুপ্রিমকোর্টের ওয়েবসাইটের বাংলা ভার্সনের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এখন থেকে একজন ব্যবহারকারী সুপ্রিমকোর্টের ওয়েবসাইটটি তার সুবিধামতো বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে দেখতে পারবেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা ১০ মিনিটে প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিমকোর্টের ওয়েবসাইটের বাংলা ভার্সনের উদ্বোধন করেন।

বাংলাদেশ সুপ্রিমকোর্টের ওয়েবসাইট একটি তথ্যবহুল, জনমুখী ও জনবান্ধব ওয়েব পোর্টাল। দেশের বিচারপ্রার্থী, আইনজীবী, আইনের শিক্ষার্থী ও গবেষকসহ দেশ ও দেশের বাইরের যেকোনো ব্যক্তি এ ওয়েবসাইট থেকে সুপ্রিম কোর্টের মামলা-সংক্রান্ত ও অন্যান্য তথ্য পেয়ে থাকেন।

তবে এতোদিন বাংলা ভার্সন না থাকায় এ ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ অনেককে করতে বেগ পেতে হতো। এ অবস্থা থেকে উত্তরণে মহান ভাষার মাসের প্রথম দিনে বাংলা ভার্সনের উদ্বোধন করা হয়েছে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ