25 C
আবহাওয়া
১২:৫২ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

চট্টগ্রামে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

চট্টগ্রামে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে মো. জালাল হোসেন (৩৪) নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার ( ৩১ জানুয়ারি) নগরের বন্দর থানার কলসী দীঘি পূর্বপাড় আর কেড্রাগ হাউস নামের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জালাল বাগেরহাট থানার মোড়েলগঞ্জ থানার বারইখালী এলাকার মো. রুহুল আমিন হাওলাদারের ছেলে। তিনি বর্তমানে নগরের বন্দর থানার কলসী দীঘির পূর্বপাড় এলাকায় বসবাস করেন।

র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, চিকিৎসকের প্যাড তৈরি করে চেম্বার খুলে চিকিৎসার নামে নিরীহ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে ৩১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযান চালিয়ে মো. জালাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ