17 C
আবহাওয়া
৭:১২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » করোনায় আরও ১০ জনের প্রাণহানি

করোনায় আরও ১০ জনের প্রাণহানি


বিএনএ, ঢাকা : দেশে করোনায় আরও ১০ জনের প্রাণহানি হয়েছে ।  নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে  ৪৪৩ জন।  নতুন ১০ জনসহ করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ১৩৭ জনে। আর মোট শনাক্ত  পাঁচ লাখ ৩৫ হাজার ৫৮২ জন।

সোমবার(১ ফেব্রুয়ারী)  বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭২ জন। সব মিলিয়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন চার লাখ ৮০ হাজার ২১৬ জন।

বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে নয় জন পুরুষ, নারী একজন। এদের মধ্যে ঢাকা বিভাগে সাতজন। এছাড়া চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে একজন করে তিনজন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ১০ জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন রয়েছেন।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর খরব আসে ১৮ মার্চ।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ