bnanews24.com
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন

চট্টগ্রামে করোনা আক্রান্ত ১৫ হাজার ছাড়াল

বিএনএ, চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫হাজার ৬৪জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে তিনজন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৩ জনে।

রোববার (৯ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি জানান, গতকাল শনিবার চট্টগ্রামের পাঁচ ল্যাবে ৪১৮ জনের নমুনা পরীক্ষা করে ৭৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারমধ্যে নগরের ৬৫ জন ও ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১১৬ জনের নমুনা পরীক্ষায় নগরের ৬ জন ও উপজেলা পর্যায়ের ১ জন বাসিন্দার করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ৩৫ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৫ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৮৪ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৩ জন ও উপজেলা পর্যায়ের ৬ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩০ জনের নমুনা পরীক্ষায় নগরের ১০ জন ও উপজেলা পর্যায়ের ১ জন বাসিন্দার করোনা মিলেছে।

শেভরণ ল্যাবে ১৫৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ৩১ জন বাসিন্দার করোনা মিলেছে।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবের নমুনা পরীক্ষার রিপোর্ট পাইনি সিভিল সার্জন অফিস।

নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ৮ জনের মধ্যে লোহাগাড়ার ২, সাতকানিয়ার ১, বাঁশখালীর ১, চন্দনাইশের ১, সন্দ্বীপে ১, মিরসরাইয়ে ১ ও সীতাকুণ্ডে ১ জন বাসিন্দা আছেন।

এখন পর্যন্ত আক্রান্ত হওয়া চট্টগ্রামে ১৫ হাজার ৬৪ জনের মধ্যে নগরের ১০ হাজার ৬০৩ জন ও বিভিন্ন উপজেলার ৪ হাজার ৪৬১ জন বাসিন্দা আছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা ২৪৩ জনের মধ্যে নগরের ১৬৯ জন ও উপজেলার ৭৪ জন বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৯ জন করোনা রোগী। এ নিয়ে চট্টগ্রামে সুস্থ হয়েছে মোট ৩ হাজার ১৩০ জন করোনা রোগী।

বিএনএনিউজ/মনির

আরও পড়ুন

শেখ সেলিমের ভাই মারুফকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

JewelBarua

রাউজানের সাবেক কমিশনার জাহাঙ্গীর আর নেই

bnanews24

কর্মজীবী মানুষ ফিরছে গন্তব্যে

bnanews24