28 C
আবহাওয়া
১২:৩০ পূর্বাহ্ণ - জুন ১১, ২০২৩
Bnanews24.com
Home » নড়াইলে নৌকা ডুবে ২ জনের মৃত্যু, নিখোঁজ ৮

নড়াইলে নৌকা ডুবে ২ জনের মৃত্যু, নিখোঁজ ৮


lবিএনএ, নড়াইল : নড়াইলের কালিয়ায় নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও আটজন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাহিরডাঙ্গা ও পার বাহিরডাঙ্গা গ্রামের মধ্যবর্তী নবগঙ্গার মাঝ নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে।

মৃতরা হলেন, উপজেলার বাবুপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নাজমা বেগম (৩০) ও তাদের ছেলে নাসিম (২)।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, পার বাহিরডাঙ্গা গ্রামে নাজমা বেগমের দাদির মৃত্যুর খবর শুনে ১৮-২০ জন আত্মীয়-স্বজন ও প্রতিবেশী বাহিরডাঙ্গা গ্রাম থেকে নৌকাযোগে রওনা দেন। অতিরিক্ত যাত্রীর ভারে নবগঙ্গার মাঝ নদীতে নৌকাটি ডুবে যায।

নৌকা ডুবে যাওয়ার পর সাঁতরে বেশ কয়েকজন পাড়ে উঠতে পারলেও ১০-১২ জনের সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে স্থানীয়রা নাজমা ও তার ছেলের মরদেহ উদ্ধার করে।

কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ম্যানেজার আব্দুল হান্নান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 110 


শিরোনাম বিএনএ