26 C
আবহাওয়া
১:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২, ২০২৪
Bnanews24.com
Home » আজ বিশ্ব শহর দিবস

আজ বিশ্ব শহর দিবস

আজ বিশ্ব শহর দিবস

বিএনএ, ডেস্ক: বিশ্ব শহর দিবস আজ। বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচির মধ্যদিয়ে আজ পালিত হবে বিশ্ব শহর দিবস-২০২৪।এবারের প্রতিপাদ্য হচ্ছে- “জলবায়ু পরিবর্তনে যুবসমাজ : নগর স্থায়িত্বের স্থানীয় প্রভাবক”।বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের ব্যাপক নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে শহরের বাসিন্দারা বন্যা, ঝড়, তাপমাত্রা বৃদ্ধির মতো নানা রকমের সমস্যার মুখোমুখিও হচ্ছে।মানব সভ্যতা দিন দিন শহরকেন্দ্রিক হয়ে পড়ছে। এখন বিশ্বের সব  মানুষই চায় শহরে থাকতে। এ কারণেই দিনে দিনে শহরের জনসংখ্যা বাড়ছে । কিন্তু যেসব সুযোগ-সুবিধা পাওয়ার জন্য মানুষ শহরে আসছে, সেই সুযোগ সুবিধাগুলোও তো বজায় রাখতে হবে।

প্রতিবছর ৩১ অক্টোবর জাতিসংঘের উদ্যোগে পালন করা হয় দিবসটি। বিশ্বের বিভিন্ন দেশে সরকারি-বেসরকারি উদ্যোগে দিবসটি পালিত হয়। সভা-সেমিনার করে নগরের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা তুলে ধরা হয়। ২০১৪ সালে দিবসটি প্রথমবারের মতো পালিত হয়েছিল।

নগর বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত নগরায়নের ফলে যানজট, জলাবদ্ধতা, পরিবেশ, পানি, শিল্প ও শব্দদূষণ বাড়ছে। সবুজায়ন হ্রাস পাওয়ায় নগরে তাপমাত্রা বাড়ছে। ফলে সংক্রামক-অসংক্রামক সব ধরনের রোগ দিন দিন বাড়ছে। একই সঙ্গে বাড়ছে নগর জীবনের চাপ, উদ্বেগ প্রভৃতির সামষ্টিক প্রভাবে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকি। একটি বাসযোগ্য নগর ও জনবসতি গড়তে জনস্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শহরের পরিকল্পনা করতে হবে। পাশাপাশি বিশ্ব শহর দিবস উপলক্ষে সিটি করপোরেশন নাগরিক সভা এবং সেমিনার করলে পরিকল্পিত শহর নিশ্চিত করা সম্ভব হবে।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ