30 C
আবহাওয়া
৮:১৬ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৪
Bnanews24.com
Home » ট্রাক-বাইক সংঘর্ষে প্রাণ গেল ২ বন্ধুর

ট্রাক-বাইক সংঘর্ষে প্রাণ গেল ২ বন্ধুর

দুর্ঘটনা

বিএনএ ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ প্রাণ হারিয়েছেন। বুধবার (৩০ আগস্ট) দিনগত রাত ১০টার দিকে উপজেলার গড়মাটি কলোনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার গড়মাটির এলাকার মনন হোসেন (২২) ও একই উপজেলার রাজাপুর গ্রামের আবির হোসেন (২২)।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলিমুল ইসলাম জানান, গড়মাটি বাজার থেকে মনন হোসেন মোটরসাইকেলে বন্ধু আবির হোসেনকে তার বাড়িতে পৌঁছে দেয়ার জন্য রাজাপুরের দিকে যাচ্ছিল। নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি কলোনি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাল বোঝাই ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হন। এ সময় ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে গেছে।

তিনি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। ট্রাকের চালক ও সহকারীকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ