28 C
আবহাওয়া
১২:২৭ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্ব বাজারে আবারও কমল তেলের দাম

বিশ্ব বাজারে আবারও কমল তেলের দাম

বিশ্ববাজারে আট মাসের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিএনএ, বিশ্বডেস্ক: বিশ্ব বাজারে বেশ কয়েক মাস ধরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম নিম্নমুখি অবস্থানে রয়েছে। চলতি সপ্তাহের শুরুতে কয়েকদিন স্থিতিশীল থাকার পর আন্তর্জাতিক বাজারে আবারও কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

বুধবার (৩১ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে যে দুই ধরনের অপরিশোধিত জ্বালানি তেল পাওয়া যায়, যথা বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই উভয়েরই দাম বুধবার কমেছে।

বুধবার প্রতি ব্যারেল অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৭৯ ডলার কমেছে। ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৯৭ দশমিক ৫২ ডলারে।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম কমেছে ১ দশমিক ৩৪ ডলার অথবা ১ দশমিক ২ শতাংশ। প্রতিব্যারেল ডব্লিউটিআই এখন বিক্রি হচ্ছে ৯০ দশমিক ৩৯ ডলারে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ