26 C
আবহাওয়া
১:২০ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » মুশফিককে টপকে সাকিবের কাছাকাছি পরীমনি

মুশফিককে টপকে সাকিবের কাছাকাছি পরীমনি

পরীমনি

বিনোদন ডেস্ক: ক্রিকেটার সাকিব আল হাসান পরীমনি দুইজন দুই জগতের তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি অনুসারী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের। অন্যদিকে বিনোদন অঙ্গনে সর্বোচ্চ অনুসারী পরীমনির। এতো দিন সাকিবের ধারের কাছেও ছিলেন না পরী। তবে এখন তিনি আর বেশি পিছিয়ে নেই। মুশফিকুর রহিমকে টপকে সাকিবের কাছাকাছি চলে গিয়েছেন পরীমনি।

  রিপোর্ট লেখা পর্যন্ত মুশফিকুর রহিমের অনুসারী কোটি ২৯ লাখ হাজার ৪৩৫ জন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের অনুসারী সংখ্যা কোটি ৪৭ লাখ ৫৮ হাজার ৫৫০। অন্যদিকে চিত্রনায়িকা পরীমনির অনুসারী সংখ্যা কোটি ৪২ লাখ ৪৪ হাজার ৯০৭ জন।

 জানা গেছে, চলতি বছরের জুনের প্রথম দিকে পরীমনির অনুসারী ছিলো কোটি ১৭ লাখ। জুনের বোট ক্লাব কাণ্ড আগস্টের গ্রেফতারের পর দুই মাসে ফেসবুকে পরীমনির অনুসারী বেড়েছে প্রায় ২৫ লাখ। দেশের বিনোদন অঙ্গনের আর কোনো তারকাশিল্পীর এতো অনুসারী নেই।

 এর আগে বাংলাদেশের একমাত্র অভিনেত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসেরএশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় জায়গা করে নিয়েছিলেন পরীমনি।

 প্রসঙ্গত, প্রথম সিনেমা ভালোবাসা সীমাহীন থেকেই আলোচিত পরীমনি। প্রথম সিনেমা মুক্তির আগেই দুই ডজনের বেশি সিনেমায় চুক্তিবদ্ধ হন। তখন থেকেই জীবনাচরণ খামখেয়ালিপনার জন্য আলোচিতসমালোচিত এই নায়িকা। বর্তমানে মাদক মামলায় কাশিমপুর কারাগারে আছেন পরীমনি।

 বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ