28 C
আবহাওয়া
১১:৪৯ পূর্বাহ্ণ - আগস্ট ১, ২০২৫
Bnanews24.com
Home » জুলাই সনদের দাবীতে শাহবাগে অবরোধ

জুলাই সনদের দাবীতে শাহবাগে অবরোধ


বিএনএ, ঢাকা: জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা। তারা বলছেন, জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল থেকে ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে জুলাই যোদ্ধারা এই অবরোধ কর্মসূচী পালন করছে বলে জানা গেছে। এ সময় তারা ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘জুলাই সনদ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’সহ নানান স্লোগান দেন।

অবরোধকারীদের দাবিগুলো হলো, জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের প্রতি দায়িত্ব গ্রহণ করা, আহতদের সকল চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্রকে বহন করা, আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা, শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও সহায়তা কেন্দ্র গঠন করা, শহীদ ও আহতদের ওপর সংঘটিত দমন-পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচারকার্য সম্পন্ন করা এবং একটি স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠন করা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, অবরোধের ফলে শাহবাগ মোড় ও এর আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

বিএনএ/শাম্মী,ওজি

Loading


শিরোনাম বিএনএ