বিএনএ, ঢাকা: ব্লগার ও লেখক অভিজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৩০ জুলাই) তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ।
আদালতে ফারাবীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান । রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কুপিয়ে হত্যা করা হয় ব্লগার অভিজিৎকে। এ ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন। ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি এ মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও শফিউর রহমান ফারাবিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় দেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল।
পরে দন্ডাদেশের রায়ের বিরুদ্ধে ২০২১ সালেই হাইকোর্টে আপিল করেন ফারাবী। ২০২২ সালের ৪ আগস্ট হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করেন।
শুধুমাত্র তদন্ত কর্মকর্তা ছাড়া মামলার অন্য কোনো আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কেউ ফারাবির নাম উল্লেখ করেননি। বিচারাধীন আপিলে জামিন চেয়ে আবেদন করেন ফারাবী, যা বুধবার আদালতের কার্যতালিকায় ওঠে। এসব যুক্তি তুলে ধরে জামিন চাওয়া হলে আদালত জামিন দেন।
আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, হাইকোর্টের জামিন আদেশের পর ফারাবীর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই ।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩ মার্চ থেকে শফিউর রহমান ফারাবি এ মামলায় কারাবন্দি।
বিএনএ/শাম্মী,ওজি