28 C
আবহাওয়া
১:১৫ অপরাহ্ণ - মে ৭, ২০২৪
Bnanews24.com
Home » কাঁচা মরিচ বিক্রি নিয়ে দ্বন্দ্ব, আরও একজনের মৃত্যু

কাঁচা মরিচ বিক্রি নিয়ে দ্বন্দ্ব, আরও একজনের মৃত্যু

চকরিয়ায় বিচার চলাকালে যুবককে ছুরিকাঘাতে হত্যা

বিএন এ বরিশাল : বরিশাল নগরীর কাশিপুরে কম দামে কাঁচা মরিচ বিক্রির দ্বন্দ্বে ছুরিকাঘাতে আহত আরও এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। ঘটনার একদিন পর রোববার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত শনিবার সকাল ৮টার দিকে কাশিপুর বাজারে কম দামে কাঁচা মরিচ বিক্রি নিয়ে বিক্রেতা সাবেক সেনা সদস্যের সাথে বাজারের সবজি বিক্রেতাদের দ্বন্দ্ব হয়। এ ঘটনায় ছুরিকাঘাতে ওই দিন সবজি বিক্রেতা কামাল হোসেনের (৩৮) মৃত্যু হয়। এছাড়াও ছুরিকাঘাতে আরো ৫ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত আলমগ‌ীর হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ভাগ্নে শহিদুল ইসলাম।

মৃত আলমগীর (৪০) নগরীর ২৮ নং ওয়ার্ড দিয়াপাড়া দিঘির পাড় এলাকার তিনু মাঝির ছেলে। তিনি কাশিপুর বাজারের সবজি বিক্রেতা ছিলেন।

বরিশাল এয়ারপোর্ট থানার ওসি মো. হেলালউদ্দিন বলেন, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আলমগীরের মৃত্যুর খবর পেয়েছি। এর আগের হত্যার ঘটনায় করা মামলায় বিষয়টি সংযুক্ত হবে। নতুন করে আর কোন মামলা হবে না। বিষয়টি আদালতকে অবহিত করা হবে।

বিএনএনিউজ/ সাইয়েদ  কাজল/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ