28 C
আবহাওয়া
৮:৫৯ অপরাহ্ণ - জুন ৮, ২০২৩
Bnanews24.com
Home » রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

সড়ক দুর্ঘটনা

বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় বাসের ধাক্কায় আবুল কালাম আজাদ (৩৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।

রোববার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনায় ঘটে। নিহতের ভাই আব্দুস সালাম বলেন, আমার ভাই একটি রডের দোকানে ম্যানেজার হিসেবে কাজ করতেন। তার বাসা নারায়ণগঞ্জের পাগলা এলাকায়। সকালে মোটরসাইকেলে করে দোকানে যাওয়ার সময় তাজ পরিবহনের ধাক্কায় ভাই ঘটনাস্হলেই মারা যান।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দিতে। তার একটি সন্তান আছে।বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তামান্না জানান, সকালে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় তাজ পরিবহনের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হন। পরে সেখান থেকে তার মরদেহ আমরা প্রথমে থানায় নিয়ে আসি। পরে সন্ধ্যায় ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।  এ ঘটনায় ওই বাসের চালক পালিয়ে গেলেও বাসটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Total Viewed and Shared : 113 


শিরোনাম বিএনএ