বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহে হত্যার ২৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাইফুল ইসলাম ওরফে সাইফুলকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৪।গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ওরফে সাইফুল জেলার ফুলবাড়িয়া উপজেলার হুরবাড়ি এলাকার মৃত মিজান মিয়ার ছেলে।রোববার (৩১ জুলাই) দুপুরে র্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
এর আগে শনিবার (৩০ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেট্রোপলিটন এলাকার দারুস সালাম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে র্যাব-১৪’র কোম্পানী অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, জেলা ফুলবাড়ীয়া উপজেলার হুরবাড়ী গ্রামের মো. আব্দুল আউয়ালের সাথে মনোয়ারা আক্তারের বিয়ে হয়৷ বিয়ের পর মনোয়ারা আক্তারকে যৌতুকের দাবিতে নির্যাতন করতেন। এভাবে বিয়ের আনুমানিক দুই বছর পর ৭ মাসের অন্ত:সত্ত্বা হয় মনোয়ারা বেগম। এমতাবস্থায় ১৯৯৪ সালের ১১ ডিসেম্বর রাতে যৌতুকের দাবিতে আব্দুল আউয়াল, তার দুই বোন শামছুন্নাহার, হাফেজা খাতুন এবং আউয়ালের ভাতিজা সাইফুল ইসলাম মিলে পিটিয়ে মনোয়ারাকে হত্যা করে। হত্যার ঘটনা ধামাচাপা দিতে মনোয়ারার মুখে বিষ দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার চালায় তারা।
এই ঘটনার পরে নিহত মনোয়ারার ভাই মো. শহিদুল্লাহ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে ওই মামলায় ২০০৪ সালের জানুয়ারী মাসে সাইফুল ইসলাম ওরফে সাইফুলকে যাবজ্জীবন সাজা দেয় আদালত।
বিএনএ/ হামিমুর রহমান,ওজি
Total Viewed and Shared : 111