27 C
আবহাওয়া
১২:৩০ পূর্বাহ্ণ - মে ১৯, ২০২৪
Bnanews24.com
Home » গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে কোনো ছাড় নয়: মার্কিন রাষ্ট্রদূত

গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে কোনো ছাড় নয়: মার্কিন রাষ্ট্রদূত

গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে কোনো ছাড় নয়: মার্কিন রাষ্ট্রদূত

বিএনএ ডেস্ক: গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না। এ কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

মঙ্গলবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ডিক্যাব আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, র‌্যাব ও এর সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য র‌্যাবের জবাবদিহিতা ও সংস্কার চায় যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, বাংলাদেশে জনগণের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে নির্বাচন কমিশন ও স্বাধীন সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পিটার হাস বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট করেছেন যে, মানবাধিকার ও মানবাধিকার রক্ষা মার্কিন পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু। র‌্যাব ও র‌্যাব কর্মকর্তাদের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটা তারই ফল।’

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ