বিএনএ, ফেনী: ফেনীতে শফিকুল আজম (৫৫) নামের এক ট্রাফিক পুলিশ পরিদর্শকের (টিএ) মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (৩১ মে) সন্ধ্যায় ফেনী পৌরসভার ছাড়িপুর এলাকার পাগলা মিয়া সড়কের আশিক মঞ্জিল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
জেলার পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শফিকুল আজম ফেনী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড ছাড়িপুর এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন। সন্ধ্যায় ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছেনা।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
বিএনএ/ ওজি
Total Viewed and Shared : 113